বিষয় - আপনি কীভাবে মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়োগ বা ইনভেস্ট কোরে ১% বেশি লাভ করবেন।
রেগুলার - এজেন্ট / ডিস্ট্রিবিউটার এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড কেনা হয়েথাকে তাই ফান্ড হাউস
এজেন্ট / ডিস্ট্রিবিউটার কে কমিশন দিয়েথাকে।
ডাইরেক্ট - আপনি ফান্ড হাউস এর থেকে সরাসরি মিউচুয়াল ফান্ড কিনে থাকেন। এইক্ষেত্রে ১% বেশি লাভ
হয়েথাকে।
হয়েথাকে।
ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কেনার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি হলো paytm Money মোবাইল এপ্লিকেশন এর
মাধ্যমে কেনা।
মাধ্যমে কেনা।
আপনি নিজের মোবাইল এ paytm Money ডাউনলোড এবং ইনস্টল কোরে সহজেই ডাইরেক্ট মিউচুয়াল
ফান্ড বিনিয়োগ করতে পারেন।
ফান্ড বিনিয়োগ করতে পারেন।
paytm কোনো কমিশন নেয়না তাই আপনার পুরোটাকাটা মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ হয়েথাকে।
paytm Money এপ্লিকেশন এর মাধ্যমে আপনি ন্যূনতম / মিনিমাম ১০০ টাকা বা তার বেশি মূল্যের
বিনিয়োগে সাহায্য করে থাকে।
বিনিয়োগে সাহায্য করে থাকে।
কম্পিউটার https://www.paytmmoney.com
এন্ড্রোইড মোবাইল https://play.google.com/store/apps/details?id=com.paytmmoney&hl=en
এই তথ্য লেখা হয়েছ আপনার বোঝার সুবিধার্থে মিউচুয়াল ফান্ড কেনার আগে ফান্ড সমন্ধে জেনে নেবেন।
No comments:
Post a Comment