Sunday, August 18, 2019

মিউচুয়াল ফান্ড Bengali বেঙ্গলি


বিষয় মিউচুয়াল ফান্ড [Mutual Fund].

আমাদের জীবনে অর্থ বা টাকার প্রয়োজন আছে এটা নিয়ে যদি আপনার মনে কোনো সন্দেহঃ না
থাকে তাহলে এই লেখাটি আপনার সাহায্য করতে পারে। 

মিউচুয়াল ফান্ড মানে কি ?  এটি হলো একটি ইনভেস্টমেন্ট পদ্ধতি যেখানে অনেক সাধারণ মানুষ টাকা জমা করে থাকে এবং সব টাকা দিয়ে একজন ফান্ড ম্যানেজার বিভিন্ন অ্যাসেট কিনে নেন। স্টক, বন্ড, সোনা, ইত্যাদি।

বিভিন্ন অ্যাসেট থেকে যে ইনকাম বা লাভ হয় সেটা যারা ইনভেস্ট করেছেন তাদের কে দেয়া হয়। 

মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়োগ কিভাবে করাযায় ?

আপনি তিন -ভাবে মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়োগ করতে পারবেন।

প্রথম - ইন্টারনেট এর মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড হাউস এর ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
কেনার সময় আপনার PAN কার্ড এবং আঁধার কার্ড এর তথ্য জানতে হয়, e -KYC 
পদ্ধতি তে আপনার তথ্য যাঁচাই কোরে দেখা হয়। 

দ্বিতীয় - মিউচুয়াল ফান্ড পরিসেবার অফিস এ গিয়ে কিনতে পারেন। 
কেনার সময় আপনার ঠিকানার প্রমান , ক্যান্সেল চেক , পাসপোর্ট ফটো লাগে। 

তৃতীয় - ব্রোকার বা ডিস্ট্রিবিউটর এর থেকে কিনতে পারবেন। 

মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়গ কোরলে কি ভাবে লাভ হতেপারে ?

আপনি মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়োগ কোরলে ফান্ড হাউস আপনার টাকার বিনিময়ে আপনাকে 
ইউনিট দিয়েথাকে, আপনি জানতে চান কত ইউনিট আপনি পাবেন।

উদাহরণ - আপনি ২০১৮ জানুয়ারি মাসের ২ তারিখে ABC ফান্ড হাউস এর মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়োগ করেছেন ৫০০০ টাকা।
ABC  মিউচুয়াল ফান্ড এর একটি ইউনিট  র মূল্য বা দাম হলো ১২টাকা। [২০১৮ জানুয়ারি ২ তারিখে  NAV ছিলো ১২ টাকা ]

৫০০০ / ১২ = ৪১৬.৬৬ ইউনিট।

আপনি ১ বছর পরে ২০১৯ জানুয়ারি মাসে আপনার মিউচুয়াল ফান্ড একাউন্ট [ফোলিও ] এর ভ্যালু চেক করলেন।

উদাহরণ - আপনি গত বছর ৫০০০ টাকা ১২ টাকা ইউনিট হিসেবে কিনেছিলেন ১ বছর পরে ইউনিট এর দাম ১৩.৪৪ টাকা তাহলে 
আপনার বিনিয়োগের মুল্য হয়েছে 

৪১৬.৬৬ x ১৩.৪৪ = ৫৬০০ টাকা [আপনার ৬০০ টাকা লাভ হয়েছে ] বছরে ১২% লাভ করলেন। 

আরেকটি উদাহরণ - আপনি গত বছর ৫০০০ টাকা ১২ টাকা ইউনিট হিসেবে কিনেছিলেন ১ বছর পরে ইউনিট এর দাম ১১.৫০ টাকা তাহলে 
আপনার বিনিয়োগের মুল্য হয়েছে 
৪১৬.৬৬ x ১১.৫২ = ৪৮০০ টাকা [আপনার ২০০ টাকা লোকসান হয়েছে ] ৪% লোকসান  করলেন। 

মিউচুয়াল ফান্ড য়ে বিনিয়োগ করার আগে আপনি নিশ্চিত করেনিন কতো বছর পরে আপনার টাকাটা দরকার পরবে। 

যেমন ৩ বা ৫ বছরে আপনার লাভ হবার সম্ভাবনা বেশি থাকে।

এই তথ্য লেখা হয়েছ আপনার বোঝার সুবিধার্থে মিউচুয়াল ফান্ড কেনার আগে ফান্ড সমন্ধে জেনে নেবেন।

No comments:

Post a Comment